পাবনায় ৮ জন প্রার্থীর মনোনয়পত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে মঙ্গলবার পাবনায় ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিন তারা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, পাবনা-১ আসনে মো: নজরুল ইসলাম (ওয়ার্কার্স পার্টি), পাবনা-২ আসনে আহমেদ ফিরোজ কবির (আওয়ামীলীগ), মো: ইউনুস আলী (ইসলামী আন্দোলন), পাবনা-৩ আসনে মো: মোতালেব হোসেন (ইসলামী অন্দোলন), পাবনা-৪ আসনে মাওলানা আব্দুল জলিল (ইসলামী আন্দোলন), পাবনা-৫ আসনে মো: জাকির হোসেন(ওয়ার্কার্স পার্টি), মো: আরিফ বিল্লাহ (ইসলামী আন্দোলন), মো: আবু দাউদ (এনপিপি)।
বুধবার (২৮ নভেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিন। দেখার পালা সর্বশেষ কতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
Spread the love