পাবনায় ৯শ টাকার এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে সাড়ে ১১শ টাকায়

রফিকুল ইসলাম সুইট : পাবনায় কিছু অসাধু ব্যবসায়ী ৯ শ টাকা দামের এলপিজি গ্যাস বিক্রি করছে সাড়ে ১১ শ টাকায়। এসব ব্যবসায়ী এলপিজি গ্যাস বিক্রির অনুমতি নেই বলে ও জানা যায়। বড় ধরণের ক্ষতি এবং বিপদ জনক অবস্থায় রয়েছে ভোক্তারা। দায়িত্বশীলদেও হস্তক্ষেপ চান পাবনার মানুষ।
শনিবার পাবনায় বিভিন্ন এলাকায় খোজ নিয়ে জানা যায়- এলপিজি গ্যাসের দাম কমলেও আগের দামেই বিক্রি করছে পাবনার বিক্রেতারা। দাম না জেনে এবং ব্যবসায়ীদের ফাদে পড়ে গ্যাস কিনছে ক্রেতারা। বর্তমানে ১২ কেজি এলপিজি রিফিল গ্যাসের দাম ৯ শ টাকা পাবনা অসাধু ব্যবসায়ী বিক্রি করছে ১১শ/ সাড়ে ১১ শ টাকা করে। জীবন উন্নয়ন মান বাড়ায় পাবনার সর্বত্র এলপিজি গ্যাসের ব্যবহার বাড়ছে। জেলার সকল এলাকায় নিয়ম বর্হিভুত ভাবে বিক্রি হচ্ছে গ্যাস। ্এতে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে প্রচুর। এসব দেখার কেউ নেই বলে জানান বিভিন্ন এলাকার মানুষ।
মনসুরাবাদ এলাকার আলতাব হোসেন জানান এলপিজি গ্যাস আগের দামে কিনতে হচেছ অর্থাৎ সাড়ে ১১ শ টাকায়।
সুজানগর এলাকার আব্দুল আলীম রিপন জানান- সুজানগরে বিভিন্ন এলাকায় গ্যাস বিক্রি হচ্ছে কিন্তু যারা গ্যাস বিক্রি করছে তাদের গ্যাস বিক্রির যথাযথ কতৃপক্ষের অনুমতিপত্র নাই।
ভোক্তা অধিকার পাবনা এর সহকারী পরিচালক মো. আব্দুস সালাম জানান- বিষটি আমার সঠিক জানানাই। তবে অতিরিক্ত দাম নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!