পাবনা একুশে বইমেলায় ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন’র উদ্বোধন
সংবাদদাতা : পাবনা একুশে বইমেলায় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের উল্লাসে রক্তদান বাংলাদেশ এর আয়োজনে শুরু হলো ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন। যার সহযোগিতায় রয়েছে আটঘরিয়া আল-আযহার স্কুল এন্ড কলেজ।
বুধবার (৩ মার্চ) বইমেলার ৩য় দিন বিকেল ৫ টায় পাবনা টাউন হল ময়দানে ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন টির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। যা চলবে পুরো মেলা ব্যাপী। উদ্বোধন করেন উত্তরবঙ্গের সর্বোচ্চ রক্তদাতা শামসুল হুদা ডিগ্রি কলেজ পাবনার অধ্যাপক আসাদুজ্জ্বামান খোকন। এসময় আরও উপস্থিত ছিলেন উত্তরণ সাহিত্য আসর পাবনার সভাপতি কবি ও গল্পকার আলমগীর কবীর হৃদয়, দৈনিক দিনকাল’র স্টাফ রিপোর্টার খালেদ হোসেন পরাগ, নীলাকাশ প্রকাশণী ও লাইব্রেরি এর সত্ত্বাধিকারী আর কে আকাশ, ইয়েস ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা রাহাত হোসাইন পল্লব, ইয়েস ভলেন্টিয়ারি টিম’র সভাপতি রায়হান হোসেন পিয়াস সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন‘র সংগঠকেরা। আয়োজক সংগঠনটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আনিসুর রহমান জীবন, আরিয়ান খান সজল, আল শাহরিয়ার নিরব, স্মরণী আক্তার বর্ষা, সুমাইয়া আফরিন তন্নী, জীবন কুমার সরকার, গৌরাঙ্গ আশ, অর্ণব খান, মেঘা, ফাহাদ প্রমুখ। বইমেলা প্রাঙ্গনে ব্যতিক্রমী এই কার্যকমটির প্রশংসা করেন মেলায় আগতরা। ১ম দিনের আয়োজনেই প্রায় দেড় শতাধিক রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
Spread the love