পাবনা ও ভাঙ্গুড়ায় জাতীয় সমবায় দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক : সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়নে জীবন গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে রোববার পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
পরে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন শেষে পাবনা জেলা পরিষদের রশিদ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যদেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, জেলা সমবায় অফিসার শাহিনুল ইসলাম, সিনিয়ির পুলিশ সুপার (ক্রাইম) ফিরোজ কবির প্রমুখ।
ভাঙ্গুড়ায় জাতীয় সমবায় দিবস পালিত
ভাঙ্গুড়া সংবাদদাতা জানান : “সমবায় ভিত্তিক সমাজ গড়ি,টেকসই উন্নয়ন নিশ্চিত করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষে উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নুর-মুজাহিদ স্বপন, ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, একাডেকি সুপার ভাইজার রিতা রানী পাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন প্রমূখ।