পাবনা কলেজ ছাত্র মিশকাত হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ২য় বর্ষেরে মেধাবী ছাত্র আহমেদ মিশকাত মিশু হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধন রচনা করে পাবনা সদরের রাঘবপুর যুবসমাজ।মিশকাতের সহপাঠি ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে মিশকাত হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বিভিন্ন পোষ্টার, ব্যানার ও ফেস্টুন প্রদর্শণ করা হয়। বক্তারা অবিলম্বে মিশকাত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাতে মিশকাত পাবনা শহরের রাধানগর এলাকায় প্রাইভেট পড়াতে যান। এ সময় তাকে মোবাইল ফোনে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ভিতরে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চকিৎসাধীন অবস্থায় মারা যায় মিশু।