পাবনা কেমিষ্টস এন্ড ড্রাগিষ্ট সমিতির হুমায়ুন কবীর সভাপতি পিন্টু সিনিয়র সহসভাপতি
পিপ (পাবনা) : পাবনার মেসার্স ঔষধ বিপনীর মালিক আলহাজ এএফএম হুমায়ুন কবীর খোকনকে সভাপতি এবং রহমান ব্রাদার্স ফার্মেসীর মালিক আলহাজ সাইদুর রশিদ খান পিন্টু কে সিনিয়র সহসভাপতি করে বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) পাবনা জেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) কেন্দ্রিয় সভাপতি আলহাজ সাদেকুর রহমানের নির্দেশে সচিব মো. নছর উদ্দিন এক চিঠিতে এ কথা জানান। কমিটির সচিব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা।
কমিটির অন্য দুই সহসভাপতি হলেন, পাবনার ঔষধ বিতানের মালিক মো. মাহবুবুল আলম রতন এবং তারেক সার্জিকালের মালিক মো. তারেক ইবনে আনসার। এ ছাড়া ১৩ জন কে নির্বাহী সদস্য হলেন- আলহাজ আনসার আলী (রফিকুল ড্রাগ), মো. লোকমান হাকিম (শেফা ফার্মেসী), মো. আব্দুল কুদ্দুস মালিথা (মা মেডিসিন কর্ণার), মো. মো¯Íফা জামান শামীম (¯েœহা মেডিসিন), আবু হেলাল খান (নিউ খান মেডিকেল), মো. লূৎফর রহমান (শম্পা মেডিকেল ট্রেডার্স), মো. আব্দুল খালেক (সোহাগ মেডিকেল হল) সাইফুল আলম মুকুল (নিউ বকুল ফার্মেসী) মো. রফিকুল ইসলাম ভিটা (পপুলার মেডিসিন প্লাজা), মো. রাশেদুজ্জমান সৌরভ (আরজেডএস এন্টারপ্রাইজ) মো. রবিউল ইসলঅম পান্নু ( রোকেয়া ফার্মেসী) মো. ইকবাল হোসেন (তন্ময় মেডিসিন) এবং মো. মর্তুজা আলী মুন্না (মুন্না ড্রাগ)।
এদিকে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি ও জেলা যুবলীগ আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, সহসভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশা, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা চেম্বারের পরিচালক সমকাল এবং এনটিভির স্টাফ রির্পোটার এবিএম ফজলুর রহমান, পরিচালক সাজ্জাদ হোসেন বাচ্চু, পরিচালক উত্তম কুমার কুন্ডু, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জা, দৈনিক বিবৃতি সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন, বাংলাদেশ বেতারের পাবনা প্রতিনিধি শুশিল তরফদার, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মুরশাদ সুবহানী, পাবনা সংবাদপত্র পরিষদ সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম, বাংলাদেশ প্রতিদিন এবং সময় টিভি প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, পাবনা রির্পোটাস ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ডেইলি স্টার প্রতিনিধি আহমেদ হুমায়ুন কবীর তপু, দৈনিক জোড়বাংলার বার্তা সম্পাদক ফাহিমূল কবীর খান শান্তুনু, এটিএন নিউজ এবং দেশ রূপান্তর প্রতিনিধি রিজভী জয়সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে।