পাবনা ক্যাডেট কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ 

পাবনা প্রতিনিধি: পাবনা ক্যাডেট কলেজের ৩৯তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়েছে।
বৃস্পতিবার (২২ ডিসেম্বর)  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং ৬৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া।
ক্রীড়া প্রতিযোগিতায় ২৪৪ পয়েন্ট পেয়ে ভাসানী হাউস চ্যাম্পিয়ন, ২১৫.৫ পয়েন্ট পেয়ে তিতুমীর হাউস রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। জুনিয়র গ্রুপে ক্যাডেট নং ২২১২ ক্যাডেট তৌহিদ এবং সিনিয়র গ্রুপে ক্যাডেট নং ২১৯৯ ক্যাডেট উৎস ব্যক্তিগতভাবে শ্রেষ্ঠ ক্রীড়াবিদের মর্যাদা লাভ করে। ২০২২ সালে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয় ভাসানী হাউস এবং সার্বিকভাবে রানার আপ হয় সিরাজী হাউস। উল্লেখ্য গত ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে উক্ত প্রতিযোগিতা শুরু হয় এবং প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও দ্বিতীয় দিন শেষে পুরস্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সাইফুল ইসলাম।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!