পাবনা চিনিকলের আখ মাড়াই উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, পাবনা : ঈশ্বরদীর কালিকার্পুস্থ পাবনা চিনিকলের ২০১৯-২০ মৌসুমের আখ মাড়াই শুক্রবার বিকেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক কবীর মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আখ মাড়াই উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সেলিম। বক্তব্য রাখেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর,উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান,দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার এবং আখ চাষী ফেডারেশেনের মহাসচিব শাজাহান আলী বাদশা। এসময় মহাব্যবস্থাপক (অর্থ) ওয়াকার হোসেন, জিএম (প্রশাসন) সিদ্দিক আলী, জিএম (কারখানা) মাহমুদুল হক, জিএম (কৃষি) হুমায়ন কবীর, সিবিএ সভাপতি সাজেদুল ইসলাম শাহীন,সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, আখচাষী আনসার আলী ডিলুসহ আখচাষী,মিলের কর্মকর্তা-শ্রমিক-কর্মচারী, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাড়াই মৌসুমে ৬৫ দিনে ৮২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬,৫৬০ মেঃটন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের পরিমাণ ধরা হয়েছে শতকরা ৮ ভাগ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!