পাবনা চেম্বারের উদ্যোগে সর্ববৃহৎ বিজয় র‌্যালী

পিপ (পাবনা) : মুজিববর্ষ শুরুর প্রারম্ভেই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল সোমবার পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে প্রায় ১০ হাজার ব্যবসায়ীর স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পাবনায় বৃহৎ বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়।

পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি ও সহসভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাসের নেতৃত্বে বিশাল বিজয় র‌্যালীটি পাবনা শহর প্রদক্ষিণ শেষে দূর্জয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। কর্মসূচি ঘিরে সকাল থেকেই পাবনা ব্যবসায়ীরা চেম্বারের সামনে রাস্তায় এসে জড়ো হয়।

প্রায় ১০ হাজার ব্যবসায়ীদের এই বিশাল র‌্যালী লাল সবুজের পতাকা উড়িয়ে এগুতে থাকে। বিজয় স্তম্ভে ফুলেল শুভেচ্ছা শেষে চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী র‌্যালীতে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, পাবনার ব্যবসায়ীরা আজ ঐক্যবদ্ধ। সকল বাধা উপেক্ষা করে এই বন্ধন অটুট থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা চেম্বারের পরিচালক বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, রুহুল আমিন বিশ্বাস রানা, এবিএম ফজলুর রহমান, জাহাঙ্গীর হোসেন, জাহিদ হোসেন জামিম, সাজ্জাদ হোসেন বাচ্চু এএইচএম রেজুয়ান জুয়েল, উত্তম কুমার কুন্ডু, মাসুদুর রহমান মিন্টু, আশরাফ উজ্জামান মিঠু, মিরাজুল আলম রুবেল, আবুল হোসাইন খান রিপনসহ চেম্বারের উর্দ্ধতন নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!