পাবনা চেম্বার অব কমার্স সহ-সভাপতি পঞ্চম দিনের মত কম্বল বিতরণ
পিপ (পাবনা) : আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার ব্রত নিয়ে গতকাল শুক্রবার পঞ্চম দিনের মত পাবনা সদর উপজেলার সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে উপহার হিসাবে শীত বস্ত্র বিতরণ করেছেন চরতারাপুরের টাটিপাড়া গ্রামের ঐতিহ্যবাহী বিশ্বাস বাড়ীর সুযোগ্য সন্তান পাবনা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি এর সহসভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশা।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ৫ম পর্বে কম্বল বিতরণ করেন চরতারাপুর ইউনিয়নের নতুন টাটিপাড়া, চোকদারপাড়া,মালপাড়া,আড়িয়া গোহাইলবাড়ী, বালিয়াডাঙ্গী গ্রামে। এ সময় উপস্হিত ছিলেন আব্দুস সালাম বিশ্বাস, বাবলু বিশ্বাস, সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন খান, সিদ্দিক খান, সহিদ মোলøা, সাইদুল বিশ্বাস, মোজাম্মেল সহ আরো অনেক সুধিবৃন্দ।
এর আগে তিনি সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি, শুকচর, বাগছিডাঙ্গী, বাহিরচর, হুগলাডাঙ্গি, ভাদুরডাঙ্গি, কাচিপাড়া, বাগছিপাড়া গ্রাম এবং কোলচরী হাফিজিয়া মাদ্রাসাসহ আশপাশের গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিপুল পরিমান শীতের কম্বল বিতরন করেন। সম্পুর্ন নিজস্ব তহবীল থেকে ব্যক্তিগত উদ্যোগে তিনি উলেøখিত গ্রামের অসহায়, দুস্থ, হতদরিদ্র ও এতিমদের মাঝে এ সব কম্বল বিতরন করেন।
উলেøখ্য, বাদশা বিশ্বাস চরতারাপুর ইউনিয়নের অন্তর্গত টাটিপাড়া গ্রামের সম্ভ্রান্ত ব্যক্তি মরহুম হাজী জসীম উদ্দীন বিশ্বাসের দৌহিত্র চরতারাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস সোবহান বিশ্বাস, পাবনার বিশিষ্ঠ শিল্পপতি আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস, পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দীন বিশ্বাসের ভাতিজা এবং বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাক বিশ্বাসের একমাত্র পূত্র।