পাবনা ছাত্রলীগের হ্যান্ডস্যানেটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ
মিজান তানজিল, পাবনা : পাবনায় করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় লিফলেট,মাস্ক ও হ্যান্ডস্যানেটাইজার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে পাবনা জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের সামনে এ সকল সেফটি উপকরন বিতরণ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
এসময় তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবাই সচেতন হয়ে অতি প্রয়োজন ব্যতীত বাড়ীর বাইরে বের না হওয়ার কথা বলেন। সেই সাথে গণপরিবহন এড়িয়ে এবং গণসমাগম থেকে সবাই কে দুরে থাকার আহ্বান জানান। আর সরকারি স্বাস্থ্য বিভাগ আইইডিসিআর এর দেওয়া নির্দেশনা মেনে চলারও আহ্বান জানানো হয়। পরে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলামের নেতৃত্বে শহরের আব্দুল হামিদ সড়কে বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে এসকল লিফলেট, মাস্ক ও হ্যান্ডস্যানেটাইজার বিতরণ করা হয়।
এ সময় জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ সহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।