পাবনা জেনারেল হাসপাতালে আইসিইউ অ্যাম্বুলেন্স উদ্বোধন
পাবনা প্রতিনিধি : পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রদত্ত আইসিইউ অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেনারেল হাসপাতালে ফিতা কেটে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
উদ্ধোধন শেষে এমপি প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে আগামী দিনগুলোতে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে। সারা বিশ্ব যখন করোনায় তালমাটাল অবস্থা তখনও আমাদের দেশ এগিয়ে গেছে। সাধারণ মানুষ চিকিৎসা থেকে শুরু করে জীবনমান আরো উন্নত হচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা: ওমর ফারুক মীর, সিভিল সার্জন ড. মনীসর চৌধুরী উপস্থিত ছিলেন।
Spread the love