পাবনা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
মিজান তানজিল, পাবনা: পাবনা জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সভায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি’র পরিচালনায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাড: শামসুল হক টুকু এমপি,সহ সভাপতি সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির এমপি, জেলা আওয়ামীলীগের বীরমুক্তিযোদ্ধা সহ-সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মনিরুদ্দিন মান্না, বিজয় কুমার রায় প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মতীন খান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন,জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ সহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।