পাবনা জেলা আ:লীগের কার্যনির্বাহী কমিটির সভা
মিজান তানজিল, পাবনা: পাবনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি’র পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি,সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু , সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম সাইদুল হক চুন্নু,সহ-সভাপতি শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মনিরুদ্দিন মান্না,দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আহাদ বাবু, প্রচার সম্পাদক কামিল হোসেন,উপদেষ্ঠা মন্ডলের সদস্য আব্দুল মতীন খান, সহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভার শুরুতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলু এমপি ও সহ-সভাপতি আলহাজ মকবুল হোসেন এমপি’র সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়াটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল চৌধুরী।