পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুলসহ ৬ জনের নাম উল্লেখ করে ১৩ লক্ষ টাকা ছিনতাই’র ঘটনায় চাজশীট

পিপ (পাবনা) : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় দিনে দুপুরে ব্যবসায়ীর নগদ ৫ লক্ষ ৮৫ হাজার টাকা ও চেকসহ ১৩ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃর্ধাসহ ৬ জনের নামে চাজশীট দাখিল করেছে পুলিশ। গতকাল শনিবার আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, সাঁথিয়া উপজেলার বৃহস্পতিপুর বাজারের ভূষি ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে ইসা কর্মচারীকে সাথে নিয়ে গত ১০ মে (রবিবার) দুপুরে আতাইকুলা বাজার শাখা অগ্রণী ব্যাংকে টাকা জমা রাখতে আসেন। পথিমধ্যে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা বাজার সংলগ্ন ব্রীজের উপর থেকে ব্যবসায়ীকে মারপিট করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

ব্যবসায়ী মুসার আত্মচিৎকারে পাশ্ববর্তীরা ছিনতাইকারীদের ধাওয়া করলে টাকার ব্যাগ ফেলে রেখে তারা দৌড়ে পালিয়ে যায়। ব্যবসায়ী মুসা আতাইকুলা থানায় মৌখিক অভিযোগ করলে মুহুর্তেই আমরা অভিযান চালিয়ে থানার বৃহস্পতিপুর এলাকা থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃর্ধা ও তার ছোট ভাই রানা মৃর্ধা ও মামা শিপনকে আটক করা হয়।

পরে ধারালো অস্ত্রের আঘাতে আহত ব্যবসায়ীর ছেলে ইসাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের দেয়া মামলার এজহার মোতাবেক মামলার নামীয় ৬ আসামীর নাম দিয়ে চাজশীট দাখিল করেন মামলার তদন্তকারী কমকতা ইন্সপেক্টর শরিফুল ইসলাম।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিরুল আলম আরো জানান, ছিনতাইয়ের অভিযোগে গ্রফতার করা ছাত্রলীগ নেতা রুহুল আমীনের বিরুদ্ধে থানা একাধিক অভিযোগও রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!