পাবনা জেলা ছাত্রলীগের ১৮৬ সদস্যের নতুন কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা জেলা ছাত্রলীগের ১৮৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে শিবলী সাদিককে সভাপতি ও তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটিকে অনুমোদন দেয়া হয়। কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৫৮ জনকে।

অন্যান্য পদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন হলেন, আব্দুল জব্বার, মেহেদী হাসান বিদ্যুৎ, আরশেদুর রহমান চঞ্চল, আমির সোহেল মিলন, শাকিল হোসেন, সজল পারভেজ, কৌশিক আহমেদ, আফজাল হোসেন অনিক, আনিক আহমেদ, মাসরাক পারভেজ রবিন, রাশেদ হোসেন।

সাংগঠনিক সম্পাদক ১১ জন হলেন, সাইদুজ্জামান সজিব, মুরাদ মালিথা, তুষার বিশ্বাস, রাকিব বিশ্বাস, সামিউল ইসলাম নিয়ন, সাইফুল ইসলাম খোকন, ফরিদুল ইসলাম রিসান, সানাউল্লাহ সানি, মতিউর রহমান, আব্দুর রব (বাপ্পী), ইমরান চৌধুরী।

প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক আদনান আল মাহমুদ চমন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, স্বাস্থ্য সম্পাদক অদ্বীতিয় দে, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাহাত হোসেন পল্লব, ছাত্রী বিষয়ক সম্পাদক ময়না খাতুন, অর্থ সম্পাদক শামীম হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম গিয়াস, তথ্য ও গবেষণা সম্পাদক জাহাঙ্গীর হোসেন জীবন, আইন বিষয় সম্পাদক জিয়াউল হক, শিক্ষা ও পাঠাগার সম্পাদক বাধন হোসেন ইমন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু তাহের, ছাত্র বৃত্তি সম্পাদক রাব্বি ইসলাম মারুফ, স্কুল বিষয়ক সম্পাদক মীর ফজলে এলাহী ওয়াকিল, গণযোগাযোগ সম্পাদক জামিল আল আরাফাত, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক আরিফুল ইসলাম, কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক আবু বক্কর সিদ্দিকী রাতুল, সাংস্কৃতিক সম্পাদক আনিছুর রহমান আনিছ, সমাজসেবা সম্পাদক রাকিবুল হাসান আকাশ, পাঠাগার সম্পাদক শাকিল হোসেন, আপ্যায়ন সম্পাদক শেখ ফরিদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুরাদ, গণশিক্ষা সম্পাদক সাব্বির হোসেন পিয়াস, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাদাত বাহার, সাহিত্য সম্পাদক শামীম আল মামুন পাভেল।

সহ-সম্পাদক ১৫ জন হলেন, সৌরভ মাজাহার, সৌরভ, শীতল মল্লিক, সজিব হাসান সোহান, শামীম মল্লিক, সজীব হাসান জয়, মিরাজুল ইসলাম সাজু, এস এম রুবেল হক, মিজানুর রহমান মিজান, নেসার আহমেদ মনন, ফয়সাল হোসেন মুন, মেহেদী হাসান, সারোয়ার হোসাইন, শামীম হোসেন, মুজাহিদ খান উজ্জল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!