পাবনা জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা আটঘরিয়ায়
নিজস্ব প্রতিবেদক : পাবনা জেলা প্রশাসক মোঃ কবির মাহমুদ এর বিদায়ী সংবর্ধনায় আটঘরিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট তুলে দেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মোঃ তানভীর ইসলাম।
বুধবার (০৯ জুন) আটঘরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক পাবা জেলা প্রশাসক মো: কবির মাহমুদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদ, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহায়মীন হোসেন চঞ্চল।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Spread the love