পাবনায় যুবলীগের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা জেলা যুবলীগের উদ্যোগে পাবনার ৯ উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে শহরের মুক্তিযোদ্ধা সংসদে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
জেলা যুবলীগের আহ্বায়ক আলী মূর্তুজা বিশ্বাস সনি’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শিবলী সাদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ,বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ।
Spread the love