পাবনা জেলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মিজান তানজিল, পাবনা : পাবনা জেলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা স্কুলের আয়োজনে স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা, প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়।
পরে উদ্বোধনীয় বক্তব্যের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) শাহেদ পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
Spread the love