পাবনা জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ১২নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ
মিজান তানজিল,পাবনা: পাবনায় করোনা ভাইরাস সংক্রামণের কারণে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ও ক্রিস্টাল গ্রুপের সহযোগিতায় পৌরসভার ১৫টি ওয়ার্ডের দু:স্থ ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে রবিবার দুপুরে পৌর ১২নং ওয়ার্ডে শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জাতীয় মহিলা সংস্থা পাবনা জেলা শাখার চেয়ারম্যান ও পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি শামিমা শিরিন,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক জামিরুল ইসলাম মাইকেল, ক্রিস্টাল গ্রুপের অন্যতম পরিচালক ও সি-লাইন পরিবহনের স্বত্বাধিকারী সাবেক ছাত্রলীগ নেতা সেলিম হোসেন ।
বীরমুক্তযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস,পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মতিউর ইসলাম মুক্তার,থানা আওয়ামীলীগ নেতা রতন মন্ডল,পৌর স্বেচ্ছাসবেকরীগের সভাপতি শহিদ মালিথা,সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বিক্কুল, ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাসুম,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।
১২নং ওয়ার্ডের কমিশনার আরিফুজ্জামান রাজিব,জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাসিম হোসেন,সদস্য নাঈম,সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক পলাশ সহ জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।