পাবনা ডিসট্রিক্ট কিন্ডারগার্টেন ঔনার’স এসোসিয়েশনের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক: “পাবনা ডিসট্রিক্ট কিন্ডারগার্টেন ঔনার্স এসোসিয়েশন” এর আয়োজনে ২০১৭ সালের বৃত্তিপাপ্ত কৃতি ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনা জেলা পরিষদের রশিদ হলে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
“পাবনা ডিসট্রিক্ট কিন্ডারগার্টেন ঔনার্স এসোসিয়েশন” এর সভাপতি মো. বরকত আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা মো. মাহবুব উল আলম মুকুল, শিক্ষা অফিসার সাঈদা শবনম, শিক্ষাবিদ মো. আব্দুল লতিফ, মো. তোফাজ্জল হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান আশিক প্রমূখ।অনুষ্ঠানে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থী বৃত্তিপাপ্তদের নগদ টাকা, সার্টিফিকেট, পুরুস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথি রেজাউল রহিম লাল বলেন- এই বৃত্তির অর্থ খুব বেশী না কিন্তু অনেক মুল্যবান। এই বৃত্তি এই শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে এবং শিখরে যাওয়ার সাহস যোগাবে।এই সাহস নিয়ে তারা অনেককিছু জয় করবে।তারা দেশ ও জাতির কল্যানে কাজ করবে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে এই রকম মহতী কর্মসুচী নিয়ে। পাবনাকে এগিয়ে নিতে হলে শিক্ষার্থীদের প্রেষনা দিতে হবে, উৎসাহিত করতে এবং সাহস যোগাতে হবে।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!