পাবনা ডিস্ট্রিক্ট কিন্ডারগার্টেন ঔনার’স এর বৃত্তি পরীক্ষার সমাপনী
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা ডিস্ট্রিক্ট কিন্ডারগার্টেন ঔনার’স এ্যাসোসিয়েশন’র আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায়, দুপুর সাড়ে ২টায় পাবনা কলেজে ১ম ও ২য় শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
বৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল লতিফ এবং পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পাবনা কলেজের অধ্যক্ষ জু.হা. মুহা. আতিকউল্লা, বেড়ার সহ-উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, পাথফাইন্ডার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। পরীক্ষা কমিটির আহ্বায়ক’র দায়িত্ব পালন করেন মো. বরকত আলী।
এসময় উপস্থিত ছিলেন, ‘পাবনা ডিসট্রিক কিন্ডারগার্টেন ঔনার’স এ্যাসোসিয়েশন’ এর সভাপতি ও সোনামণি কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মো. বরকত আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মমতাজ মনিম ছবি, ইকরা কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মো. নাজমুল করিম, সাধারণ সম্পাদক নিহিড বেবি স্কুলের পরিচালক মো. আশেকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক রেডিয়েন্ট রে কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ তানিয়া ইয়াছমিন সিমা, প্রচার ও দপ্তর সম্পাদক ইসলামপুর আইডিয়াল কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাদ-নূূরানী প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কে.জে.এ. কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ কাজী মিনারা সেলিম, কার্যকরি সদস্য ওয়েল ফেয়ার মডেল স্কুলের অধ্যক্ষ আবু মুসা প্রমূখ।
পাবনা ডিস্ট্রিক্ট কিন্ডারগার্টেন ঔনার’স এ্যাসোসিয়েশন’র আয়োজনে বৃত্তি পরীক্ষার ফলাফল (www.akashnews24.com) অনলাইন পত্রিকাসহ স্থানীয় পত্রিকায় প্রকাশ করা হবে।