পাবনা পরিবেশক সমিতির মুন্না সভাপতি এমদাদ সম্পাদক নির্বাচিত
পিপ (পাবনা) : মো. ইফতেখারুল আলম মুন্নাকে সভাপতি ও মো. এমদাদ উল হক হককে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট পাবনা জেলা পরিবেশক সমিতির দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার রাতে পাবনা শহরের কালাচাঁদপাড়া ভেনাস কনভেনশন সেন্টারে সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন পাবনা প্রেসক্লাব ও কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি এবিএম ফজলুর রহমান।
নতুন কমিটির অন্য কর্মকর্তা হলেন, সহসভাপতি মো.শফিউল আলম স্বপন, মো.হাসিমউজ্জামান পলাশ, মো.মোস্তাফিজুর রহমান রিপন, সহ-সাধারণ সম্পাদক মো.আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো.সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো.জয়নাল আবেদীন আলো, অর্থ সম্পাদক আলহাজ মো.মাসুদ রানা, দফতর সম্পাদক মো.আব্দুল হান্নান, প্রচার সম্পাদক মো.মতিউর রহমান মতিন, সাংস্কৃতিক ও কল্যান সম্পাদক মো.আজিজুর রহমান তপু, আইন বিষয়ক সম্পাদক মো.ওয়াজ কুরুনী নয়ন। কার্যকরি সদস্য হলেন, মো.রবিউল ইসলাম, মো.রেজাউল করিম রাজ, হাজী মো. রুহুল আমিন রিপন, মো. সুমন, মো.আহসান হাবীব বুলবুল, মো.কার্তিক কুমার সরকার, মো.মিন্টু শেখ, মো.সাইফুল ইসলাম (বাংলা টিস্যু) ও মো.সান্নাউল্লাহ সাব্বির।
এ উপলক্ষে গতকাল শুক্রবার রাতে পাবনা শহরের কালাচাঁদপাড়া ভেনাস কনভেনশন সেন্টারে সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা চেম্বারের সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি। কনজুমার অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি এবিএম ফজলুর রহমান।