পাবনা পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, পুনাক জেলা শাখা সহ সভাপতি ইতি বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মো: মোসলেম উদ্দিন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাবুল আকতার সহ পাবনা পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রতিযোগিতায় ২২টি ইভেন্টে স্কুলের ৫ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Spread the love