পাবনা পৌরসভার দুই ঘন্টা কর্মছুটি পালন
রফিকুল ইসলাম সুইট : পাবনা পৌরসভার সাবেক কমিশনার শহর সমন্বয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলী জব্বারের মৃত্যুতে পাবনা পৌরসভা দুই ঘন্টা কর্মছুটি পালন করেছেন।
সোমবার সকালে পাবনা পৌরসভার শহর সমন্বয় কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত হয়। শহর সমন্বয় কমিটির সভার পর পৌর কার্যালয়ে আলী জব্বারের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভা শেষে বিকেলে দুই ঘন্টা কর্মছুটি পালন করে পাবনা পৌরসভা মেয়র কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী গণ।
সোমবার পৌর মেয়রের কার্যালয়ে মেয়র শরীফ উদ্দিন প্রধানের সভাপতিত্বে এবং নুরুল আলম বিশ^াস লিন্টু এর সঞ্চলনায় শহর সমন্বয় কমিটির মাসিক সভা ও শোক সভায় অংশ গ্রহন করেন, নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন, সমাজ সেবক সুলতান আহমেদ বুড়ো, কমরেড জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, রেজাউল করিম মনি, প্রকৌশলী মো. ওবায়দুল্লাহ, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, সচিব মো. দুলাল উদ্দিন, কাউন্সিলর মো. আমিনুর রহমান বাদল, সাইফুল ইসলাম বাদশা, আশরাফ প্রামানিক, হাসিমুজ্জামান, রবিউল ইসলাম রবি, আণোয়ারা আনু, হিসাব রক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম,বস্তি উন্নয়ন কর্মকর্তা নাছিমা বেগমসহ জেলা পরিষদের সকল কর্মকর্তা/কর্মচারী গণ।
শহর সমন্বয় কমিটির সভায় পাবনা পৌর সভার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়। পাবনা পৌরসভার উন্নয়নে পাবনার সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান।