পাবনা পৌরসভার নব নির্বাচিত মেয়রকে মুক্তিযুদ্ধের সংবর্ধনা
পাবনা প্রতিনিধি : পাবনা পৌরসভার নব নির্বচিত মেয়র শরীফ উদ্দিন প্রধানকে সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ। আজ দুপুরে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর মঞ্চে এই সংবর্ধনা প্রদান করা হয় সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর ও একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা শাখার উদ্যোগে। সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন স›ন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলী জব্বার। এছাড়াও বক্তব্য দেন সংবর্ধিত পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধানসহ মুক্তিযোদ্ধাবৃন্দ। এর আগে নির্বাচিত মেয়রকে বিপুলভাবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। সংবর্ধনার জবাবে পৌর মেয়র পৌরবাসীর মানসম্পন্ন সেবা নিশ্চিত করার জন্য নিজের সমস্ত চেষ্টা ঢেলে দেবেন বলে উল্লেখ করে বলেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে কাজে লাগিয়ে পাবনা পৌরসভাকে দেশের একটি পরিচ্ছন্ন মডেলের পৌরসভা গঠনে তিনি চেষ্টা চালিয়ে যাবেন। উল্লেখ্য, গত পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর মেয়র নির্বাচিত হন জেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন প্রধান।