পাবনা পৌরসভার নব নির্বাচিত মেয়র শরীফ প্রধানের দায়িত্ব গ্রহন
পাবনা প্রতিনিধি : পাবনা পৌরসভার নবনির্বাচিত মেয়র শরীফ উদ্দিন প্রধান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন। এসময় তিনি পৌরবাসীর সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুত ব্যাক্ত করেছেন। একইসাথে সকল দল মত পথের মানুষের জন্য পৌর দরজা খোলা থাকবে এবং পৌরবাসীর স্বার্থ সংরক্ষনে নানামূখী উদ্যোগ গ্রহন করা হবে বলে জানান তিনি। নাগরিক মঞ্চ সমর্থিত স্বতন্ত্র এই বিজয়ী মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী মেয়র কামরুল হাসান মিন্টু। আজ দুপুরে পাবনা পৌরসভা চত্বরে বিদায়ী মেয়র কামরুল হাসান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী আতিয়ুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, নাগরিক মঞ্চের আহবায়ক ইদ্রিস আলী বিশ^াস, সদস্য সচিব কমরেড জাকির হোসেন, পৌরসভার সচিব সাইফুল ইসলাম প্রমূখ। এর আগে নব নির্বাচিত মেয়রকে বিপুলভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয় পৌর কর্মচারী সংসদসহ নানা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। উল্লেখ্য, শরীফ উদ্দিন প্রধান গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহীতে মেয়র হিসেবে শপথ গ্রহন করেন।