পাবনা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা
নিজস্ব প্রতিবেদক : তৃতীয় ধাপে অনুষ্ঠিত পাবনা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর এবং নারী কাউন্সিলর ৭৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন পত্র দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি।
এসময় তাঁর সাথে ছিলেন আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও পৌর মেয়র কামরুল হাসান মিন্টুসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। পরে বিএনপি প্রার্থী নুর মো: মাসুম বগাসহ অন্য প্রর্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থীরা একটি আধুনিক পাবনা গড়ার প্রতিশ্রুতি দেন।
Spread the love