পাবনা পৌর এলাকায় বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বহি বিতরণ
মিজান তানজিল, পাবনা: পাবনায় শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় পাবনা পৌর এলাকায় ২০১৮-১৯ অর্থবছরের নতুন তালিকাভুক্ত ৪০০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতা বহি বিতরণ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
মঙ্গলবার বিকেলে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে লাইব্রেরী বাজার অবস্থিত পিটিআই মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল বহি বিতরণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) শাফিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার(ভারপ্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মমিন, বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের সদস্য ও শহর সমাজসেবা পরিষদের সভাপতি আব্দুল মতীন খান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা,শহর সমাজসেবা কর্মকর্তা হাফিজ আহমেদ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান মামুন, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক হিরোক হোসেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহব্বায়ক মোস্তাফিজুর রহমান সুইট, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফাহিমা আক্তার পলি, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামিমা শিখা সহ অন্যান্য ব্যক্তি।