পাবনা পৌর নির্বাচনকে সামনে রেখে স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা
নিজস্ব প্রতিবেদক : তৃতীয় দফায় অনুষ্ঠিত পাবনা পৌর নির্বাচনকে সামনে রেখে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নিজ দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার ও প্রচারনা চালিয়ে যাচ্ছে।
বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির সমর্থনে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এক কর্মী সভার আয়োজন করে।
এসভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন স¤পাদক গোলাম ফারুক প্রিন্স,এমপি।স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন পাবনা পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনি, মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন স¤পাদক সাধারন স¤পাদক রুহুল আমিন।
সভায় বক্তরা দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
Spread the love