পাবনা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি সম্পাদক পদে ২ জনসহ বিভিন্ন পদে ৩৩ জন প্রার্থী
পিপ (পাবনা) : ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক ২০২০-২০২২ নির্বাচনে সভাপতি পদে দুইজন, সম্পাদক পদে ২ জনসহ বিভিন্ন পদে ৩৩ জনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। এর মধ্যে এবিএম ফজলুর রহমান -সৈকত আফরোজ আসাদ প্যানেলে ১৭ টি পদের সব কটিতে এবং আখতারুজ্জামান আখতার- কামাল সিদ্দিকী ১৬টি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার রাতে নির্বাচন কমিশন এই চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।
সুত্র জানায়, এবিএম ফজলুর রহমান -সৈকত আফরোজ আসাদ প্যানেলে যারা প্রার্থী তারা হলেন, সভাপতি- এবিএম ফজলুর রহমান (সমকাল এবং এনটিভি), সহসভাপতি পদে মীর্জা আজাদ (দৈনিক পাবনার আলো) , শহীদুর রহমান শহীদ (দৈনিক নতুন বিশ্ববার্তা), সম্পাদক পদে সৈকত আফরোজ আসাদ (সময় টিভি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন), সহ সম্পাদক পদে তপু আহম্মেদ (দি ডেইলি স্টার), অর্থ সম্পাদক পদে শুশিল কুমার তরফদার (বাংলাদেশ বেতার), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইয়াদ আলী মৃধা পাভেল (পাবনা নিউজ ২৪ ডট কম), দফতর সম্পাদক পদে কাজী মাহবুব মোর্শেদ বাবলা (দৈনিক আলোকিত বাংলাদেশ), কল্যাণ সম্পাদক পদে সরোয়ার উল্লাস (প্রথম আলো), ক্রীড়া সম্পাদক পদে রফিকুল ইসলাম সুইট (বাসস এবং ভোরের কাগজ)। এ ছাড়া নির্বাহী সদস্য পদে রবিউল ইসলাম রবি (দৈনিক পাবনা প্রতিনিধি), কৃষ্ণ ভৌমিক (দৈনিক জনকন্ঠ), ইয়াসিন আলী মৃধা রতন (দৈনিক বিবৃতি), আব্দুর রশিদ (দৈনিক ভোরের ডাক), আ কা ম মোস্তাফিজুর রহমান চন্দন ( দৈনিক বাংলার দূত), জহুরুল ইসলাম (রেডিও টু-ডে), কানু সান্যাল (দি বাংলাদেশ পোষ্ট ও দৈনিক বাংলাদেশের খবর)।
আখতারুজ্জামান আখতার- কামাল আহম্মেদ সিদ্দিকী প্যানেলে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, সভাপতি আখতারুজ্জামান আখতার (দৈনিক যুগান্তর), সম্পাদক কামাল আহম্মেদ (শীর্ষ নিউজ), সহসভাপতি পদে জিকে সাদী (দেশ টিভি), নরেশ মধু (বাংলাদেশ অবজারভার), সহসম্পাদক পদে ছিফাত রহমান সনম (যমুনা টিভি), অর্থ সম্পাদক পদে আবুল কালাম আজাদ (দি নিউ নেশন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সৈয়দ আখতারুজ্জামান পাপুল রুমি (দীপ্ত টিভি), দফতর সম্পাাদক পদে মো. মোখলেছুর রহমান খান বিপ্লব (দৈনিক ইছামতি), কল্যাণ সম্পাদক পদে এসএম আলাউদ্দিন (দৈনিক নয়াদিগন্ত), ক্রীড়া সম্পাদক পদে কলিট তালুকদার (এসএ টিভি)। এ ছাড়া নির্বাহী সদস্য পদে মুহম্মদ মহিউদ্দিন, এবাদত আলী, মোসতাফা সতেজ, শফি ইসলাম ও শাহিন রহমান (দৈনিক করোতোয়া ও চ্যানেল ২৪)।
পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক ২০২০-২০২২ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান জানান, উৎসব মুখর পরিবেশে সবাই মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ১ মাচ বেলা ৩টা থেকে ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।