পাবনা প্রেসক্লাবের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
পিপ (পাবনা) : র্যালী, আলোচনাসভা ও শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো পাবনা প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান। প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। এ ছাড়া আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাব সহসভাপতি শহীদুর রহমান শহীদ, সাবেক সম্পাদক উৎপল মির্জা, পাবনা প্রেসক্লাবের সহ সম্পাদক তপু আহমেদ, একুশে টিভির জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমী।
এর আগে ভোরে শোক, শ্রদ্ধা ও ভালবাসায় নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসন, পাবনা প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনার পাদদেশে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়। ভোরে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদের নেতৃত্বে পাবনা প্রেসক্লাব সদস্যরা মৌন মিছিল নিয়ে দুর্জয় পাবনায় যায়। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জেলা প্রশাসন কর্তৃক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আখতারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিযুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোখলেছুর রহমান, এনএসআইর যুগ্ম পরিচালক ইমরান হোসেন, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, আ স ম আব্দুর রহিম পাকন, শ্রী চন্দন চক্রবর্তি, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারোফ হোসেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মির্জা একে শহিদুল ইসলাম প্রমুখ।