পাবনা প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা
পিপ (পাবনা) : পাবনা প্রেসক্লাব আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্নত্যাগের মর্যাদা ধরে রাখতে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তবেই দেশের জন্য জন্য জীবন উৎসর্গকারীদের আত্না শান্তি পাবে। শহীদ বুদ্ধিজীবীরা তাদের কর্মের মাধ্যমেই মানুষের মধ্যে চীরদিন বেঁচে থাকবেন। তার মত কৃতিমান মানুষের এখন বড়ই অভাব। পেশাদারিত্ব এবং মানুষের কল্যাণে তারা তাদের জীবন নিয়োজিত করেছিলেন। সোমবার রাতে পাবনা প্রেসক্লাব আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শহীদ,পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, পাবনা প্রেসক্লাবের সহকারী সাধারণ সম্পাদক তপু আহমেদ, পাবনা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা প্রেসক্লাব নির্বাহী সদস্য আব্দুর রশিদ, পাবনা প্রেসক্লাব সদস্য রাজিউর রহমান রুমি, সৈয়দ পাপুল, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয় প্রমুখ। সভা শুরুর আগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এর আগে শ্রদ্ধা ও ভালবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে পাবনা প্রেসক্লাব। এ উপলক্ষে সোমবার সকাল ৭টায় পাবনা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে পদযাত্রাসহ মুক্তিযুদ্ধের কেন্দ্রিয় স্মৃতিসৌধ ‘দুজয় পাবনা’ য় শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।