পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পৌরসভার সংবাদ সম্মেলন
এস এম আলম, ১৮ জানুয়ারি: মহান মুক্তিযুদ্ধের নানা নান্দনিক শিল্পকর্মে বদলে যাওয়া পাবনার ঐতিহ্যবাহী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর সবার জন্য উন্মুক্ত। অথচ একটি স্বার্থান্বেষী মহল এই চত্বরটি নিয়ে নানা মিথ্যা গুজব আর প্রোপগান্ডা ছড়াচ্ছে। যার কোনই ভিত্তি নেই। দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা জানান, পাবনা পৌরসভার সচিব সাইদুল ইসলাম।
পৌর মেয়র কামরুল হাসান মিন্টুর পক্ষে এক লিখিত বক্তব্যে তিনি জানান, অতিতের মতই স্বাধীনতা চত্বরটি পৌরসভা নিয়ন্ত্রিত। যে কোন রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পৌরসভার প্রচলিত ণীতমালা অনুযায়ী এ স্থাপনাটি ব্যবহার করতে পারে। সংবাদ সম্মলেনে উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার হিসাবরক্ষন কর্মকর্তা শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জিয়াউল ইসলাম পলাশ, সহকারি প্রকৌশলী আইরিন সুলতানা, উপ সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম চৌবে, উপ সহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ, কর আদায়কারী মতিউর রহমান, কঞ্জারভেসি পরিদর্শক (ভারপ্রাপ্ত) আব্দুল লতিফ, বাজার পরিদর্শক (ভারপ্রাপ্ত) আব্দুর রহিম, লাইসেন্স পরিদর্শক মির্জা রইচ উদ্দিন, প্রধান সহকারি (ভারপ্রাপ্ত) সাদেক হোসেন, এ্যসেসর (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন, স্যানিটারি পরিদর্শক সাইফুর রহমান সহ পাবনা পৌরসভার কর্মকর্তাবৃন্দ।