পাবনা বই মেলায় পাঠক হৃদয় গ্রাহী হয়ে উঠছে আমজাদ হোসেইনের “হীরামন বসতি”
রফিকুর ইসলাম সুইট : পাবনা বই মেলায় পাঠক হৃদয় গ্রাহী হয়ে উঠছে আমজাদ হোসেইন এর উপন্যাস “হীরামন বসতি”। দেশ ভাগ ও মুক্তিযুদ্ধে পাবনার প্রেক্ষাপট ভিত্তিক পাবনার লেখক আমজাদ হোসেইন এর লেখা “হিরামন বসতি” প্রথম প্রকাশিত হয় মেলা প্রকাশনী, বাংলা বাজার, ঢাকা থেকে। ঢাকা বই মেলায় ২০১৮ এ মোড়ক উন্মোচন হয়। পাবনা বই মেলায় ও সব শ্রেণীর পাঠকদের হৃদয় গ্রাহী হয়ে উঠেছে “হীরামন বসতি”।
দেশ ভাগ ও মুক্তিযুদ্ধ এ পাবনার বিস্তৃত প্রেক্ষাপট উঠে এসেছে এই্ উপন্যাসে। উঠে এসছে যুদ্ধের সময় মানুষে মানুষে গড়ে উঠা সম্প্রীতি, মানবতা, ভালোবাসা, টানাপোড়েন, দ্বন্দ্ব সংঘাতের বাস্তব চিত্র। কাব্যিক, শৈল্পিক ও প্রাঞ্জর ভাষায় লেখা এই উপন্যাসে ইতিহাস, ঐতিহ্য, সময় চিত্র উঠে এসেছে।
লেখক আমজাদ হোসেইন ১৯৫৫ সালে পাবনা শহরের কৃঞ্চপুরে জন্ম গ্রহন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখা পড়া শেষে বাংলাদেশেই কর্মরত ছিলেন। অধ্যাপনা এবং একটি জাতীয় সংস্থার সচিব পদে কর্মকাল শেষে বর্তমানে স্বপরিবারে মালয়েশিয়ায় বসবাস করছেন। তার লেখা “কৃঞ্চ বন্দিনী” বেশ জনপ্রিয়তা পেয়েছে।