পাবনা বার সমিতি নির্বাচনে আ.লীগ সমর্থিত প্যানেল বিজয়ী
পাবনা প্রতিনিধি : পাবনা জেলা আইনজীবি বার সমিতি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিপুল ভোটে বিজয় লাভ করেছেন। নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন পাবনা জেলা পরিষদ চেযারম্যান মো. রেজাউল রহিম লাল।
এ্যাডভোকেট খন্দকার আব্দুর রকিব জানান, বৃহস্পতিবার পাবনা জেলা বার সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৩ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ টি পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত পটল- লিটন প্যানেল।
সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাড. আমিনুল ইসলাম পটল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাজ্জাদ ইকবাল লিটন। সভাপতি ও সম্পাদক সহ নির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল রহিম লাল।
Spread the love