পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একক প্রতিকী অনশন

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর বিভিন্ন অনিয়মের তদন্ত এবং শিক্ষকদের হয়রানীর প্রতিকার চেয়ে একক প্রতিকী অনশন কর্মসূচী পালন করেছেন বিশ^বিদ্যালয়ের এক শিক্ষক।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল এগারোটায় বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সহকারী অধ্যাপক ড. এম আব্দুল আলীম এ কর্মসূচী পালন করেন।

এ সময় তিনি অভিযোগ করে গণমাধ্যমকর্মীদের জানান, যোগাদানের পর থেকেই উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী ক্ষমতার অপব্যবহার করে চলেছেন। একটা ভয়ের রাজত্ব প্রদিষ্ঠা করেছেন। তিনি কথায় কথায় শিক্ষকদের সাথে দূর্ব্যবহার করেন। তার বিরুদ্ধে যেসকল শিক্ষক ভিন্ন মত পোষণ করেন, তাদেরকে তিনি বিভিন্নভাবে হয়রানী করেন, শোকজ করেন। এখন তিনি মামলার দিকে ধাবিত হচ্ছেন।

ড. আলীম বলেন, বিভিন্ন সময়ে অনিয়ম-দূর্নীতি করে বিশ^বিদ্যালয়ের যে আর্থিক ক্ষতি করেছেন তার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষকদের হয়রানীর প্রতিকার দাবি করেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!