পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবারও বিক্ষোভ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ত্যাগ করেছে শিক্ষার্থীরা। আজ সকাল দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের দু’টি হল ছেড়ে যায় আবাসিক ছাত্র-ছাত্রীরা।
এদিকে, ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে আজও দ্বিতীয়দিনের মতো বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সোমবার সন্ধ্যায় রিজেন্ট বোর্ডের জরুরী সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়ে নোটিশ জারী করে কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়, ০৬ নভেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে আগামী ১৬ নভেম্বর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, হলের ডাইনিংয়ের খাবার উন্নয়নের জন্য ভর্তূকি প্রদান, ক্লাস রুম ও চেয়ার সংকট দূর করা, পরিবহন সংকট সমাধান সহ ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহন করছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরই জেরে সোমবার দুপুরে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!