পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তি কার্যক্রম শুরু
পাবনা প্রতিনিধি : খাবার ও আর্থিক সংকটের কারণে ২৪ ঘন্টা বন্ধ থাকার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।
আজ সকাল থেকে হাসপাতালের বহিঃবিভাগে ফ্রি বেডে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে বলে হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালক ডা. রতন কুমার রায়ের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
পরিচালক জানান, হাসপাতালের টেন্ডার কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করায় টেন্ডার কার্যক্রম শুরু হয়নি। গত দুই মাস ধরে দোকান থেকে বাকিতে রোগীদের খাবার সরবরাহ করা হচ্ছে। বিষয়টি বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও সুস্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে জটিলতা দেখা দেওয়ায় গতকাল রোববার থেকে রোগী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে আজ সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জটিলতা নিরসনের আশ্বাসে রোগী ভর্তি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
গত ১৪ জুন রোজ এন্টারপ্রাইজ নামে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান টেন্ডারে দ্রব্যের নাম উল্লেখ করা জটিলতা নিয়ে পাবনা জজ কোর্টে একটি মামলা দায়ের করেন। আদালত ২৯ জুন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে।