পাবনা মানসিক হাসপাতালে ৩ দালাল আটক, কারাদন্ড

পাবনা প্রতিনিধি : পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়েছে তিন দালালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

পাবনা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) জিন্নাত সরকার জানান, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল মানসিক হাসপাতালে অভিযান চালায়। অভিযানে দালালচক্রের তিন সদস্যকে আটক করে তারা।

পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত আটককৃতদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, পাবনা সদর উপজেলার কিসমত প্রতাপপুর গ্রামে ওমর আলী (৩৮), হেমায়েতপুর পূর্বপাড়া গ্রামের উজ্জল শেখ (৪৫) ও হেমায়েতপুর গ্রামের হাবিল মন্ডল (৫৫)।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!