পাবনা মুক্ত দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি বিনম্ন শ্রদ্ধা আর পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির আনন্দ উদযাপনে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহাসিক পাবনা মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে রাত বারটা এক মিনিটে শহরের আব্দুল হামিদ সড়কে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রদীপ প্রজ্বলন করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এ সময় শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ফানুস উড়িয়ে আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে মুক্তির আনন্দ উদযাপন করেন তারা। এদিকে, পাবনা মুক্ত দিবস উপলক্ষে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর উদ্যোগে মুক্ত দিবসের র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ দূর্জয় পাবনায় গিয়ে শেষ হয়।
পরে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন সহ অনেকেই বক্তব্য দেন।