পাবনা-রাজশাহী-চাঁপাইতে আরো ৭ জনের করোনা পজিটিভি
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে বুধবার করোনা নমুনা পরীক্ষায় মোট ৭জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে পাবনায় তিনজন, রাজশাহীর দুই এবং চাঁপাইনবাবগঞ্জের দুই জন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুই শিফটে ১৮৮ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬১টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে সাতজনের করোনা পজিটিভ হয়েছে।
পাবনায় নতুন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৫২জন। রাজশাহীতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়ালো। আর চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হলেন ৫৬ জন।
Spread the love