পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের খাদ্যসামগ্রী বিতরণ
মিজান তানজিল, পাবনা : করোনা ভাইরাস পরিস্থিতিতে পাবনা সদর উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের উদ্যোগে শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১২টায় উপজেলার চরতারাপুর ইউনিয়নের সুখচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঐ এলাকার শতাধিক অসহায় মানুষদের এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাউল,ডাউল,আলু,তেল ও সাবান। এসময় সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
এছাড়া এই পরিস্থিতিতে এলাকার বিত্তবান ব্যক্তিদের সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ করা হয়। উপজেলা আওয়ামীলীগের নেতা সিদ্দিকুর রহমান খান, সদর উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারন সম্পাদক রুমানা আক্তার মিতু, আওয়ামীলীগ নেতা ঝন্টু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
Spread the love