পাবনা সদর পৌরসভায় ভোটগ্রহন শুরু
নিজস্ব প্রতিবেদক, পাবনা :তৃতীয় ধাপে আজ অনুষ্ঠিত হচ্ছে পাবনা সদর পৌরসভার নির্বাচন। সকাল আটটা থেকে চলবে বিকেলে ৪টা পর্যন্ত।
সুষ্ঠভাবে ভোটগ্রহণের জন্য প্রতিটি পৌরসভায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ, ৪ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত র্যাব, পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।
পাবনা পৌরসভার ১৫টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডের ৩৯টি ভোট কেন্দ্রের ৩৪৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১ লাখ ১২ হাজার ২৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মেয়র পদে ৫ জন, সাধারণ পুরুষ কাউন্সিলর পদে ৭৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Spread the love