পাবনা স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ সাব-চ্যাপ্টার এর নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ সাব-চ্যাপ্টার পাবনার শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন ষ্টেডিয়াম চত্বরে অবস্থিত নব-নির্মিত অফিস ভবনের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর।
মঙ্গলবার বিকেলে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ সাব-চ্যাপ্টার পাবনা শাখার সভাপতি ও পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, সাব-চ্যাপ্টার পাবনা শাখার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ। আরও ছিলেন সাব-চ্যাপ্টার পাবনা শাখার সহ-সভাপতি মো: শহীদুল হক মানিক, সাধারণ সম্পাদক মো: রেজাউল হোসেন বাদশা, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান মিজু, কোষাধ্যক্ষ খন্দকার ইদ্রিস আলী, সাব-চ্যাপ্টার পাবনা শাখার সদস্য এস মুস্তাকিম সবুজ, আবুল আহসান রিয়ন, এস এম শরিফুল ইসলাম, সামসুল আলম, রাশিদা আকতারী, তমা ইসলাম, আলহাজ্ব ইমরোজ হোসেন, দেওয়ান মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও শাকিল হোসেন পায়েল সহ পাবনা সাব চ্যাপ্টারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রতিবছর জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে প্রতিভার সাক্ষর রেখেছে পাবনার বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা।