পাবনা হোসিয়ারি ম্যানুফ্যাকচারার্স গ্রুপের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা হোসিয়ারি ম্যানুফ্যাকচারার্স গ্রুপের নব নির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর শনিবার রাতে শহরের নুরজাহান কমিউনিটি সেন্টোরে অনুষ্ঠিত হয়। সভায় হোসিয়ারি ম্যানুফ্যাকচারার্স কমিটির নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী ও পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা চেম্বারের পরিচালক মো. আলহাজ জাহাঙ্গীর হোসেন, চেম্বারের পরিচালক মাসুদুর রহমান মিন্টু, চেম্বারের পরিচালক আলহাজ্জ¦ শফিকুল ইসলাম খান, চেম্বারের পরিচালক আবুল হোসেন খান রিপন, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহ আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমিনুল ইসলাম পটল প্রমুখ। গত ২৯ মে হোসিয়ারি ম্যানুফ্যাকচারার্স গ্রুপের নির্বাচনে মনির হোসেন পপি সভাপতি, মকলেছুর রহমান জিতু সিনিয়র সহ-সভাপতি, আবদুল আজিজ জুনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। অনুষ্ঠানে হোসিয়ারি ম্যানুফ্যাকচার্স কমিটির প্রধান সমন্বয়কারী ও পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী তাদের দায়িত্ব হস্তান্তর করেন।