পাবনা-১ আসনে টুকুর প্রতিদ্বন্দ্বি আবু সাইয়িদ

পাবনা রিপোর্ট টোয়েন্টিফোর ডটকম:

  • পাবনা-১ আসনে এখন সবচেয়ে আলোচ্য বিষয় আওয়ামী লীগ নেতা সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. অধ্যাপক আবু সাইয়িদ হতগড. কামাল হোসেনের গণফোরামে যোগদান করে নির্বাচনে অংশ নেয়া।

পাবনা-১ সাথিঁয়া-বেড়া (আংশিক) আসনে আওয়ামী লীগের দুবারের নির্বাচিত এমপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু আবারও আ’লীগের মনোনীত দলীয় প্রার্থী হিসেবে রোববার চূড়ান্ত হয়েছ।

এ আসন থেকে আওয়ামী লীগের হয়ে দলীয় মনোনয়ন ফরম তুলেছিলেন ড. অধ্যাপক আবু সাইয়িদ।

রোববার আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়নের চিঠিবঞ্চিত হন তিনি। সোমবার দুপুরে গণফোরামের আরামবাগে দলীয় কার্যালয়ে গিয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড.অধ্যাপক আবু সাইয়িদ গণফোরামে যোগদান করেন।

দুপুরের পর থেকেই বিভিন্ন গণমাধ্যমে আবু সাইয়িদের যোগদানের সংবাদ আসতে থাকে। গণমাধ্যম ও আবু সাইয়িদের কাছের নেতাকর্মীদের মাধ্যমে সাঁথিয়া-বেড়ায় সংবাদটি ছড়িয়ে পড়ে।

এতে সাঁথিয়া-বেড়ার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগদানের বিষয়টি ভালোভাবে দেখছেন না। এতে দলের অনেক নেতাকর্মীরাই দ্বিধাবিভক্তি হয়ে পড়বেন বলে অনেকেই মনে করছেন।

এ আসনটি নিজেদের করতে বিএনপি, জামায়াত ঐক্যফ্রন্টের দেয়া প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে সচেতন মহলের ধারণা। হাটবাজারে, চা-স্টল, অফিস-আদালতসহ সর্বত্র আবু সাইয়িদের গণফোরামে যোগদানের আলোচনায় মুখরিত।

এদিকে তৃতীয়বারের মতো আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি মুখ করে দিচ্ছে। রবিবার দুপুরের পর থেকেই সাঁথিয়ার বিভিন্ন স্থানে আনন্দ করতে দেখা গেছে।

সোমবার দুপুরে নেতাকর্মীরা একত্র হয়ে শাহজাদপুরের বাঘাবাড়িতে গিয়ে শামসুল হক টুকুকে অভ্যর্থনা জানানো হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!