পাবনা-২ আসনে আট প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়
সুজানগর (পাবনা) সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে গতকাল সোমবার পর্যন্ত বিভিন্ন দলের আটজন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় ও একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত আহমেদ ফিরোজ কবির, বিএনপির একেএম সেলিম রেজা হাবিব, কৃষিবিদ হাসান জাফির তুহিন, আবদুল হালিম সাজ্জাদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের ইউনুছ আলী, খেলাফত মজলিসের রওশন আলী মাস্টার ও এনপিপি’র সাখাওয়াত হোসেন।
এসব প্রার্থীরা সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ওই মনোনয়নপত্র ক্রয় করেন। এদের মধ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইউনুছ আলী সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা সুজিৎ দেবনাথের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন ও ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।