পাবনা-২ আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র ক্রয়
সুজানগর (পাবনা) সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বৃহস্পতিবার পর্যন্ত চারজন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।
প্রার্থীরা হলেন আওয়ামী লীগর আহমেদ ফিরোজ কবির, বিএনপির একেএম সেলিম রেজা হাবিব, ইসলামি আন্দোলন বাংলাদেশ সুজানগর উপজেলা শাখার সভাপতি ইউনুছ আলী ও খেলাফত মজলিস সুজানগর উপজেলা শাখার সভাপতি রওশন আলী মাস্টার। দলীয় সূত্রে জানা যায়, ওই চার প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে দলের হাই-কমান্ডের সবুজ সংকেত পেয়ে মনোনয়নপত্র ক্রয় করেছেন।
Spread the love