পাবনা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এমপি মকবুলের পথসভা
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : জাতীয় একাদশ সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে (ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুর) আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্জ্ব মোঃ মকবুল হোসেনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার খাঁন মরিচ ইউনিয়নের ময়দানদীঘি পরিষদ প্রাঙ্গণে ও চন্ডিপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। খাঁন মরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আছাদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি মকবুল হোসেন। বক্তব্যে তিনি বর্তমান সরকারের উন্নয়নের নানা দিক তুলে ধরেন।
তিনি বলেন,এ আসনে বিগত ১০ বছরে যা উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার পর আর কেউ উন্নয়ন করতে পারে নাই। আরো উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এ জন্য চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, সাবেক মেয়র ও সাধারন সম্পাদক আব্দুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী, গোলাম হাফিজ রঞ্জু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, পাবনা জেলা পরিষদের সদস্য আসলাম আলী, মহিলা সদস্য গুলশাহানারা লিপি, আজাদ খান, মেজবাউর রহমান রোজসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।